নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগর উপজেলার ইউসিসিএ লিমিটেডের দুই কর্মচারী নিয়োগের ক্ষেত্রে উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

মোটা অংকের অর্থের বিনিময়ে ৭০ নম্বরের মধ্যে অন্য সকল পরীক্ষার্থীদের ৩০ থেকে ৩৮ নম্বর দেয়া হলেও চুক্তিবদ্ধ পছন্দের দুই পরীক্ষার্থীকে ৬৯ নম্বর করে দিয়ে তাদের হাতে নিয়োগপত্র ধরিয়ে দেয়ার পাঁয়তারা করছেন তিনি। পরীক্ষার আগেই ওই পরীক্ষার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদের নিয়োগ কার্যক্রম প্রায় সম্পন্ন করেছেন। শুক্রবার এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে এব্যাপারে রানীনগর উপজেরা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল্লাহীল মেজবাউল এর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি নিয়োগ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে জানান, নিযোগপত্র এখনো কাউকে দেয়া হয়নি। ঘটনাটি এলাকায় পরীক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।
(বিএম/এএস/জুন ২১, ২০১৪)