রাজধানীর ফার্মগেটের তেজতুরী বাজারের আলাউদ্দীন গার্মেন্টসের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে আলাউদ্দীন গার্মেন্টসের নিচতলার একটি দোকানে আগুন লাগে। অগ্নিকাণ্ডে আটজন দগ্ধ হয়েছেন এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন- মাহমুদুল হাসান (৩৫), মো. মাসুদ (৪০), মোতালেব (১৩), শফিউল আজম (৫৫), ইব্রাহীম খলিল (৩৫), জহিরুল ইসলাম (৬০), আব্দুল লতিফ (৬০) ও জাকির হোসেন (৩৮)।

ত‍াদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণে দগ্ধ দোকান মালিক মাহমুদুল হাসান বলেন, আমার দোকানের মালামাল বিভিন্ন গার্মেন্টসে পাইকারিভাবে সরবর‍াহ করা হয়। অর্ডার অনুযায়ী ২০০ লিটারের একটি ফিনারের ড্রাম এনে দোকানে রাখা হয়। বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে সেই ড্রামের বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দোকানের কর্মচারীসহ কয়েকজন পথচারীও রয়েছেন বলে জানান তিনি।

ঢামেক বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে অধিকাংশের অবস্থাই আশঙ্কাজনক। তবে তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।


(ওএস/এটি/ এপ্রিল ১০, ২০১৪)