নবীন-প্রবীণ গায় জয়গান


ওই-ওই আমাদের তাারুণ্যের জয়ধ্বনি
নবীন-প্রবীণ গায় জয়গান-রবীন্দ্র গীতি,
দেশ গড়ার আহ্বানে যেন নিবেদিত প্রাণ
শরীর শিউরে উঠে এই বাংলার গান।

পৃথিবীর যে প্রান্তেই থাকো হে বন্ধুা তুমি
বাংলার এই মধুর গানে নাচবে মনোভুমি,
মাতায় তোমায় ঐশ্বর্যমতি ছন্দে ছন্দে
সুদূরের পথ পেরিয়ে আসো দেশের টানে।

এ রবীন্দ্র আহ্বান নান্দনিক আলোকদ্যুতি
মধু-যাদু ভরা মায়াময় যেন এক মর্মবাণী,
ভাবনার দুয়ার খুলে দেশপ্রেম জাগায় প্রাণে
জীবনগড়ার দিকনির্দেশনায় ডাকে কল্যাণে।

অনিন্দ্য উপমা সমৃদ্ধ আমাদের রবীন্দ্রনাথ
সাহিত্যে শান্তির অনন্য ছোঁয়া হৃদয়ে সবার,
আমরা গর্বীত-ধন্য চমৎকার এ সম্মিলনে
অন্ধকার হতে আলোয় আনে রবীন্দ্র সান্নিধ্যে।