টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে বিশ্ব রেডক্রীসেন্ট দিবস উপলক্ষ্যে বনাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে আজ সোমবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন উড়িয়ে বিশ্ব রেডক্রিসেন্ট দিবসের উদ্বোধন করেন রেডক্রিসেন্ট টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান রবীন্দ্র মোহন সাহা রবি, সাধারণ সম্পাদক এম এ রৌফ, কার্যকরী সদস্য সুভাস চন্দ্র সাহা, ও শাহীন আকন্দ, উদ্বোধন শেষে বনাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি পৌর উদ্যানে শেষ হয়।
সরকারী-বেসরকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বনাঢ্য র‌্যালিতে অংশ নেন।

(এমএমআর/এসপি/মে ০৮, ২০১৭)