গোপালগঞ্জ প্রতিনিধি : চ্যানেল- ২৪ ও মানব কন্ঠের গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় এক যোগে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোটালীপাড়া উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়।

গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এই মানব-বন্ধন ও সমাবেশ করে। কর্মসূচিতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি খোন্দকার এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দৈনিক সংবাদের গোপালগঞ্জ প্রতিনিধি রবীন্দ্রনাথ অধিকারী, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোজাম্মেল হোসেন মুন্না, যুগান্তরের এস এম হুমায়ুন কবীর, জেলা যুব লীগের সভাপতি জি এম সাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাহাবউদ্দিন হিটু, গোপালগঞ্জ উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহসিন উদ্দিন সিকদার, সদর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রনি হোসেন কালু, বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।

অপরদিকে, একই দাকিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমকালের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রতন সেন কংকন, কোটালীপাড়া প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, যুগান্তরের মেহেদী হাসনাত, ইত্তেফাকের গৌরাঙ্গ লাল দাস, খবরের মোল্লা মহিউদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তরা অনতি বিলম্বে সাংবাদিক রাজুর উপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়। তা-নাহলে আগামীতে তারা আরো কঠোর কর্মসূচী পালনের ঘোষণা দেবেন।

প্রসংগত, গত বৃহস্পতিবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একদল সন্ত্রাসী চ্যানেল- ২৪ ও মানব কন্ঠের গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুর উপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত ও মাথা ফাটিয়ে দেয়।

এ ঘটনায় রাজু নিজে বাদী হয়ে পরের দিন শুক্রবার ( মে) ১ জনের নাম উল্লেখসহ ৫-৬ জনের সংশ্লিষ্টতা রয়েছে মর্মে মামলা দায়ের করেন। এ ঘটনার ৪ দিন অতিবাগিত হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গেফতার করতে পারেনি।

(পিএম/এসপি/মে ০৮, ২০১৭)