তথ্যপ্রযুক্তি ডেস্ক : ফেসবুক সবার কাছে প্রিয় একটা ওয়েব সাইট। কে না ব্যবহার করে ফেসবুক। ছোট থেকে বড় সবাই ফেসবুকের ভক্ত। তাই ফেসবুকে কমেন্টে চালু হচ্ছে নতুন চমক।

এতদিন পর্যন্ত ফেসবুকের কোনও পোস্ট কিংবা স্ট্যাটাসে রিঅ্যাকশান ইমওজি দেওয়া যেত। কিন্তু মজার ব্যাপার এখন থেকে আপনি চাইলে ফেসবুকের কমেন্টে ‘রিঅ্যাকশন’ ইমোজি দেওয়া যাবে।

গত বছর ফেসবুক কতৃপক্ষ এই রিঅ্যাকশন বাটন চালু করে। নয়া এই ফিচার চালু হওয়ার পর থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সব ইউজারের কাছে। এই ফিচারের কথা মাথায় রেখে ফেসবুকের তরফ থেকে ঘোষণা করা হয় কমেন্টেও রিঅ্যাকশন দেওয়া।

ফেসবুকের তরফ থেকে জানানো হয় অনেক সময় কোনও পোস্টের মত কোনও কমেন্ট তাদের রিঅ্যাকশান জানাতে ইচ্ছে তাই তাদের কথা মাথায় রেখে লাইক, লাভ, হাহা, ওয়াও, স্যাড ও অ্যাংরি ফিচার নিয়ে আসা হয়েছে।

কমেন্ট ঘর মাতাবে ইমোজি বাটন। ইচ্ছে করলেই ইমোজি দিয়ে ভরে দিয়ে যাবে কমেন্ট বক্স।

ডেস্কটপে লাইক বাটনের ওপর পয়েন্টার রেখে এই ইমোজি সিলেক্ট করা যায়। ঠিক তেমনি অ্যাপ থেকে লাইক বাটনটি চেপে ধরে এই রিঅ্যাকশন বটন সিলেক্ট করা যাবে।

ফেসবুকের নিত্য নতুন সব ফিচারই বেশ জনপ্রিয় তাই আশা করা যাচ্ছে নয়া ইমজি বটন ফেসবুকের সবার নজর কারবে।

(ওএস/এসপি/মে ০৮, ২০১৭)