টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন আহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকার বাওয়ার কুমারজানী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার এলাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, ঢাকাগামী বাঁশ ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-২০-২৫৪১) মহাসড়কের ওই স্থানে পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা অপর একটি (ঢাকা মেট্রো-ট-১৬-০৩৯৫) ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাঁশ ভর্তি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকটির চালকসহ তিনজন আহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে কমপক্ষে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্য, মির্জাপুর থানা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি রেকারের সাহায্যে মহাসড়ক থেকে সরিয়ে নিলে সকালে সাড়ে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. সেলিম জানান, আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

(ওএস/এসপি/মে ০৯, ২০১৭)