অভিজিৎ রাহুল বেপারী, পিরোজপুর : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্দ্যোগে পিরোজপুরে ৭ দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রসাশক মো. খায়রুল আলম শেখ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, পিরোজপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস।

উল্লেখ্য, ৭দিনের এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৬৮জন প্রশিক্ষণার্থী অংশ নেয় এবং প্রশিক্ষণ শেষে এ ৬৮জনকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সনদ প্রদান করে।

(এআরবি/এএস/মে ০৯, ২০১৭)