নিউজ ডেস্ক : ফেসবুকের গবেষকরা দাবি করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে অনুবাদ করার জন্য একটি নতুন উপায় খুঁজে পেয়েছেন তারা। এটি চালু করা হলে ফেসবুক ব্যবহারকারীরা খুব দ্রুত অনুবাদ করার সুবিধা পাবেন বলে।

ফেসবুক ইতোমধ্যে ৪৫টিরও বেশি ভাষায় পোস্টগুলো অনুবাদ করছে কিন্তু মার্ক জুকারবার্গ বলেছেন, তারা অনুবাদের বিষয় নিয়ে আরো অনেক কাজ করছেন।

ফেসবুকের নতুন এই পদ্ধতির নাম দেয়া হয়েছে নিউট্রাল নেটওয়ার্ক। যা ইতোমধ্যে ইমেজ প্রসেসিং ও লার্নিং মেশিন প্রযুক্তিতে ব্যবহৃত হয়েছে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ফেসবুক। বিশ্বব্যাপী ১৫০ কোটির বেশি মানুষ ব্যবহার করেন এই সাইটটি। কিন্তু বিভিন্ন দেশ ও অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষায় সবচেয়ে বড় বাধা হলো ভাষা। এ বাধা দূর করতে ৪৫টিরও বেশি ভাষায় পোস্ট অনুবাদের সুবিধা চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

(ওএস/এএস/মে ১০, ২০১৭)