মা ও স্বদেশ


লাউ কুমড়োর ফুলে ফুলে শিশিরের দোলা,
সারা বেলা রোদপাখি নেচে হয় মন ভোলা।
কী মায়ায় নেমে আসে আকাশটা রোজ খোলা।

ঝিরিঝিরি হাওয়ারা থাকে রোজ ধানে মেতে,
সোনাঝরা রোদ্দুর ফসলের ঘ্রাণে মেতে।
চিরচেনা এই ছবি থাকে রোজ প্রাণে মেতে।

ওই দূরে মাঠ বন বুকে তার হাসে আলো,
এই দেশ মা আমার সুখে দুখে বাসে ভালো।
মার মুখে হাসি দেখে বহু দূরে ভাসে কালো।

জেগে থাকে মিটিমিটি জোনাকির গাঁ আমার,
রুপকথা নিয়ে আসে চাঁদরাতে মা আমার।

এই দেশ এই মাটি কত ছবি এঁকে যায়,
বুকে বুকে সুখ পাখি সুরে সুরে ডেকে যায়।

ছুটি আমি যতদূরে বুকজুড়ে দেশ থাকে,
এ দেশের ভালোবাসা মমতার রেশ থাকে।