ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাকে ভিক্ষুক মুক্ত গড়ার লক্ষে ভিক্ষুককে পূর্ণবাসন ব্যবস্থা করে দিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আবুজাফর রিপন।

বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ভিক্ষুক মোছলেম উদ্দিনকে পূর্ণবাসনের জন্য ২হাজার টাকা অনুদান প্রদান করে এবং তাকে কাচাবাজারে সবজি বিক্রির জন্য নির্দেশনা প্রদান করে। পুনর্ভাসনের টাকা দান করেন বিশিষ্ট ব্যাবসায়ি আলহাজ্ব একেএম আবু নোমান রুবেল। এসময় উপস্থিত ছিলেন ভিক্ষুক মুক্ত ত্রিশাল গড়ার উদ্যোগতা উপজেলা নির্বাহী অফিসার আবুজাফর রিপন, মঠবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান আনাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও পোড়াবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাস চন্দ্র দাম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বলেন বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী অতি অল্প সময়ের মধ্যে ত্রিশাল উপজেলাকে ভিক্ষুক মুক্ত হিসেবে ঘোষনা করা হবে।

(এমএন/এএস/মে ১০, ২০১৭)