রাজশাহী প্রতিনিধি : আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাজশাহীর গোদাগাড়ীতে ‘জঙ্গি আস্তানায়’ নারীসহ ৪ জঙ্গি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য ও এক দমকল কর্মী।

বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের হাবাসপুর মাছমারা বেনীপুরে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতদের মধ্যে গৃহকর্তা সাজ্জাদ আলী থাকতে পারেন। অভিযানে তার সাত বছরের ছেলে ও দেড় মাসের কন্যা শিশুকে উদ্ধার করা হয়।

অভিযানে আহতরা হলেন, উপপরিদর্শক উৎপল, পুলিশ কনস্টেবল তাজুল এবং দমকল কর্মী আব্দুল মতিন। এর আগে বুধবার রাত ৩টার পর থেকে ফাঁকা মাঠের ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। সকালে সেখানে অভিযান চালানো হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি জানান, সকাল পৌনে ৮টার দিকে ঘিরে রাখা বাড়িটিতে পুলিশের উপস্থিতিতে পানি ছিটাচ্ছিলেন দমকল কর্মীরা। এসময় সেখানে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। পরে পুলিশও সেখানে পাল্টা গুলি চালায়।

কিছুক্ষণ পর সেখানে এক নারীসহ চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে গৃহকর্তা সাজ্জাদ আলী থাকতে পারেন। অভিযানে সেখান থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই পুলিশ ও এক দমকল কর্মী আহত হয়েছেন।

সেখানে এখনও অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানোর কথা জানান ওসি।

(ওএস/অ/মে ১১, ২০১৭)