স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ২২ মে বিনা অপারেশনে জন্মগত হৃদরোগে আক্রান্ত  শিশুদের চিকিৎসা প্রদান করা হবে। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ দিন ভারতীয় শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অমিতাভ চট্টোপাধ্যায় দেশীয় চিকিৎসকদের সহায়তা করবেন ।

বিএসএমএমইউ’র শিশু কার্ডিওলজী বিভাগের অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশু হৃদরোগীদের বিনা-অপারেশনে চিকিৎসার জন্য শিশু-হৃদরোগী/অভিভাবক/সংশ্লিষ্ট চিকিৎসকরা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ও টেলিফোন নম্বর : রুম নং- ৪০৩, ব্লক ডি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা-১০০০। টেলিফোন : ৯৬১২৬৫৩ (অফিস), মোবাইল : ০১৭১৪২৭৭২৭২, ০১৭৫৭১০৯৫৫১, ০১৯৪৮২৮৭৬২৪, ০১৯৩৩২৪৪৭৪৪, ০১৭১১৮৯০২৭৫।

উল্লেখ্য, বিএসএমএমইউতে পূর্ণাঙ্গ শিশু হৃদরোগ ইউনিট কাজ করছে। বর্তমানে পাঁচ শয্যা বিশিষ্ট ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং দশ শয্যা বিশিষ্ট একটি ওয়ার্ড চালু আছে। শিশু হৃদরোগীদের জন্য আলাদা একটি ক্যাথল্যাব স্থাপন করা হয়েছে। শিশু হৃদরোগীদের ফিটাল কার্ডিওগ্রাফি, কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, ট্রান্সসোএসসোপাজেল ইকোকার্ডিওগ্রাফি ও কার্ডিয়াক ক্যাথারাইজেশন করা হচ্ছে। তাছাড়া নবজাতকের জন্য অতি জরুরি বেলুন আর্টিয়াল, বেলুন আর্টিয়াল সেপটোসটমি, ব্লেড এরিয়াল সেপটোসটমি, পালমোনারি ভালভুলপ্লাস্টি, অ্যাওরটিক ভালভুলপ্লাস্টি ও অপারেশন ছাড়া এএসডি, ভিএসডি ও পিডিএ ও ডিভাইসএর মাধ্যমে নিয়মিত বন্ধ করা হচ্ছে।

(ওএস/এসপি/মে ১১, ২০১৭)