আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্তের আওতায় ছিলেন না। সংস্থার বরখাস্ত হওয়া পরিচালক জেমস কোমিই তাকে এ তথ্য জানিয়েছিল বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন।

মঙ্গলবার জেমস কোমিকে বহিষ্কারের ঘোষণা দেয় হোয়াইট হাউজ। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করছিলেন কোমি। প্রাক্তন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে এমন একটি বিষয় নিয়ে তদন্তের দেখাশোনা করা একজন আইনপ্রয়োগকারী কর্মকর্তাকে বরখাস্ত করলেন।

কোমিকে বরখাস্তের পর বৃহস্পতিবার প্রথম কোনো সংবাদমাধ্যমের সামনে আসেন ট্রাম্প। তিনি এনবিসিকে জানান, তিনি কোমির কাছে জানতে চেয়েছিলাম তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে কি না এ তথ্য জানানো সম্ভব কি না। জবাবে কোমি বলেছিলেন, ‘ আপনার বিরুদ্ধে কোনো তদন্ত হচ্ছে না।’

ট্রাম্প বলেন, ‘ আমি জানি আমার বিরুদ্ধে তদন্ত হচ্ছে না। ’

এর আগে হোয়াইট হাউজ থেকে দাবি করা হয়েছিল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মেমোর ভিত্তিতেই কোমিকে বরখাস্ত করেছেন ট্রাম্প। এ বিষয়ে জানতে চাইলে ট্রাম্প জানান, তিনি নিজেই কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিলেন।

কোমি সম্পর্কে তিনি বলেন, ‘সে আলোচনায় আসতে পছন্দ করে। সে ছিল প্রধান পরিচালক। এফবিআইয়ে বিক্ষুব্ধ অবস্থার সৃষ্টি হয়েছিল। আমি কোমিকে বরখাস্ত করতে চেয়েছিলাম। এটা ছিল আমার সিদ্ধান্ত। সুপারিশ ছাড়াই তাকে আমি বরখাস্ত করতে যাচ্ছিলাম।’

রাশিয়ার সঙ্গে নিজের নির্বাচনী শিবিরের যোগসূত্রতা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি ও আমার নির্বাচনী শিবিরের সঙ্গে রাশিয়ার কোনো যোগসাজশ নেই।’

(ওএস/এএস/মে ১২, ২০১৭)