দেশমাতৃকার জন্য

দেশমাতৃকা ভালোবেসে
স্বপ্ন হাজার দেখি,

বিদেশ বিভুই মায়ার কায়া
মরিচিকা মেকি;

আমার ছড়ার খাতা জুড়ে
দেশের কথা লেখি।

স্বপ্ন ছড়ায় ঘুম ভাঙানো
ভোরের কোনো পাখি,

স্বপ্ন ছড়ায় রক্তে কেনা
লাল সবুজের রাখি;

তাইতো মনের পাতায় পাতায়
দেশের ছবি আঁকি।

দেশের সুখে হাসি আবার
দেশের দুখে কাঁদি,

দেশকে নিয়ে আলোর বাসা
এই বুকেতে বাঁধি।

দেশ আমাদের সব দিয়ে যায়
মায়ের মতো করে,

তাই তো মেধায় শ্রমে ঘামে
দেশকে যাবো গড়ে।