লক্ষ্ণীপুর প্রতিনিধি : লক্ষ্ণীপুরের রায়পুর পৌর শহরের থানা মসজিদের সামনের গাজী সুপার মার্কেটের কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শুক্রবার রাত সাড়ে ৩ টার দিকে এ আগুন লাগে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হলে খবর পেয়ে লক্ষ্ণীপুর জেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় আগুনে বাবুল বস্ত্রালয়, হাজী গার্মেন্টস, এস,এস গ্যালারী ও ফাহাদ ফ্যাশন সম্পূর্ণ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য কয়েকটি দোকানে আংশিক ক্ষতি হয়। রমজান ঈদকে সামনে রেখে ওই ব্যবসায়ীরা গত দু’দিন আগে ঢাকা থেকে মোকাম করে দোকানে ব্যাপক মালামাল তুলেন।

লক্ষ্ণীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিটে বাবুল বস্ত্রালয় থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতে ৪টি দোকান পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

(এমআরএস/এসপি/মে ১২, ২০১৭)