তথ্যপ্রযুক্তি ডেস্ক : এখন থেকে পছন্দের জায়গা সরাসরি অ্যাপে সেভ করার সুবিধা দেবে রাইড শেয়ারিং অ্যাপ উবার। ফলে প্রিয় বন্ধু বা দরকারি জায়গায় দ্রুতই অ্যাপ থেকে এক্সেস করা যাবে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষে থেকে জানানো হয়েছে, ‘সেভড প্লেস’ নামের এই ফিচারে কোনো জায়গা সেভ করে রাখলে পরবর্তীতে ওই লোকেশন ভুলে গেলেও আবার এই ফিচারে এক্সেস করলেই পাওয়া যাবে। ব্যবহারকারী এই স্থানের কোনো নাম বা ইমোজি দিয়েও সেভ করে নিতে পারবেন। অ্যাপের সেভ করা স্থান বের করতে ‘হোয়ার টু গো’ অপশনে ট্যাপ করতে হবে, এরপর ‘মোর সেভড প্লেস’ এ লিস্ট দেখে কাঙ্ক্ষিত স্থানটি নির্বাচন করতে হবে।

এছাড়া, নতুন এই ফিচারটি যুক্তরাষ্ট্রের চালকদের জন্য আইওএস এবং অ্যান্ড্রয়েডে উন্মুক্ত করা হয়েছে এবং বিশ্বব্যাপী এই ফিচার আগামী বছর চালু করা হবে বলেও জানিয়েছে উবার।


(ওএস/এসপি/মে ১২, ২০১৭)