চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার কুকড়াগাড়ি গ্রামে পারিবারিক কলহে সেলিনা খাতুন (৪৫) নামে এক গৃহবধূ কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

সেলিনা উপজেলার ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী। বুধবার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সেলিনার লাশ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী’র মধ্যে বাকবিতন্ডা হয়। এতে অভিমানে কীটনাশক (গ্যাস ট্যাবলেট) পানে আত্মহত্যা করে।

(এসএইচএম/এসপি/মে ১২, ২০১৭)