পিরোজপুর প্রতিনিধি : পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, গ্রামাঞ্চলে শতভাগ পল্লী বিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। তাই আগামী ২০২১ সালের মধ্যে বিনামূল্যে পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত হবে প্রত্যন্ত গ্রামাঞ্চলের বিভিন্ন জনপদ।

শুক্রবার সকালে পিরোজপরের ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়ন মাধ্যমিক হাই স্কুল প্রাঙ্গণে পল্লী বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের গৃহীত কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান।

নদমূলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম কবির বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার প্রকৌশলী শংকর কুমার কর, ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, হাফিজুর রহমান তারেক জমাদ্দার ও শাজাহান তালুকদার।

নদমূলা গ্রামে পল্লী বিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে ৪০ হাজার ২৫২ টাকা ব্যয়ে ৩ দশমিক ০৩৯ কি. মি. বৈদ্যুতিক লাইন নির্মাণের ফলে ১৫১ জন গ্রাহককে বিদ্যুতের আওতায় আনা হল।

(ওএস/এএস/মে ১২, ২০১৭)