হালুয়াঘাট ( ময়মনসিংহ ) প্রতিনিধি : হালুয়াঘাটে এ্যান আই এ্যাক্টের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামী বিদেশ গমনের চেষ্টা  করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছেন।

প্রাপ্ত তথ্যসূত্রে জানা যায়, হালুয়াঘাট সি আর মামলা ৩২৫/১৫ এ্যান আই এ্যাক্টের ১৩৮ ধারায় গত ২১ মার্চ ময়মনসিংহ যুগ্ন দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হাবিবুলøাহ সাজা প্রদান করে ২৫৭ নং স্মারকে পৌর শহরের উত্তর মনিকুড়া গ্রামের রতন মিয়ার পুত্র ফজলে রাব্বি’র নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

গ্রেফতারি পরোয়ানা তামিল করতে ময়মনসিংহ পুলিশ সুপারের মাধ্যমে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ বরাবর প্রেরন করেন। গত ১১ এপ্রিল পরোয়ানা তামিল করতে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা অত্র থানার এস আই প্রদীপ কুমার রায়কে নির্দেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীকে খুঁজে পাছেন না পুলিশ। আসামীর পারিবারিক সূত্রে জানা যায়, সৌদীআরবে পাড়ি দিতে সম্প্রতি বাড়ি ছেড়েছেন ফজলে রাব্বি। তিনি বিদেশ পৌছেছেন কিনা সঠিক ভাবে বলতে পারেন নি।

এ বিষয়ে মামলার বাদী মোঃ রমজান আলী বলেন, আদালত ২৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ১ বৎসরের কারাদন্ড প্রদান করেন উক্ত আসামীকে। সাজাপ্রাপ্ত আসামী বিদেশ পাড়ি দিতে চেষ্টা করছেন বলে জানান।

এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা বলেন, সাজাপ্রাপ্ত আসামীকে খোজছে থানা পুলিশ । উক্ত ব্যক্তি বিদেশ ভ্রমণের বিষয়টি তিনি অবগত নন। সাজাপ্রাপ্ত আসামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

(জেসিজি/এসপি/মে ১৩, ২০১৭)