ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে সিদ্দিক বিশ্বাস (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হযেছেন আরও ৫জন।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়ায় এ ঘটনা ঘটে।

সিদ্দিক বিশ্বাস আওতাপাড়া স্কুলপাড়ার মৃত ছানু বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় মাহামুদ কসাই ও আলাউদ্দিন বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে উভয় গ্রুপের মধ্যে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার রাতে উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আলাউদ্দিন বিশ্বাসের পক্ষে ভাতিজা সাত্তার বিশ্বাস ও তার ভাই সিদ্দিক বিশ্বাসসহ অন্যরা এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন সিদ্দিক বিশ্বাসসহ অন্যদের ওপর গুলি বর্ষণ করে।

এতে সিদ্দিক বিশ্বাস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আহত সাত্তার বিশ্বাস, শহীদুল্লাহ, বাহাদুর বিশ্বাসসহ ৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

(ওএস/এইচআর/জুন ২২, ২০১৪)