দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি-মধুখালী সড়কের ছগুরের মোড়, বেতাঙ্গা, শ্রীরামপুর, রহমতপুর  নামক এলাকায় রাস্তার দুই পাশে শতাধিক উঁচু বিভিন্ন প্রতাজির গাছ মরে শুকিয়ে দাঁড়িরে রয়েছে। যা সামান্য বাতাস ও ঝড় হলেই গাছের ডালপালা ভেঙ্গে পরে আহত হচ্ছে পথচারীরা। বিশেষ করে রাতের আঁধারে এটি মরণ ফাঁদে পরিনত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব মরা গাছ পথচারীদের হতাহতের একটি উল্লেখযোগ্য কারণ হয়ে দঁড়িয়েছে। বিষয়টি মৌখিকভাবে একধিকবার অবহিত করা হলেও এ নিয়ে স্থানীয় প্রশাসনের কোন মাথা ব্যাথা নেই বলে মনে করছে স্থানীয় সচেতন মহল।

সরেজমিনে প্রতিবেদন সংগ্রহ করতে দিয়ে দেখা যায় জেলা পরিষদের আওতাধীন মৃত অথবা মৃতপ্রায় গাছগুলো শুকিয়ে দাঁড়িরে রয়েছে। ৭৬৬, ৮৬৩ ক্রমিকের গাছগুলো ভেঙ্গে রাস্তার পাশে পড়ে রয়েছে। শতাধিক গাছের মধ্যে ৭৬৬, ৭৮৫, ৭৯৬, ৮১৭, ৮৪৯,৮৪৪ নং ক্রমিক নং গাছগুলোর অধিকাংশ অংশ উই পোকায় খেয়ে গেছে যেকোন সময় বড় দুর্ঘটনার শিকার হতে পারে রাস্তায় চলাচলকারী পথচারী সহ যানবাহন।

আলিম শেখ নামে এক ব্যাপারী বলেন, গত কয়েকদিন আগেও সন্ধ্যার পর চলন্ত আটোবাইরে উপর শুকনো গাছ ভেঙ্গে পড়ে ২-৩ জন আহত হয়। এরকম ঘটনা প্রায়ই ঘটছে। স্থানীরা জানায় রাস্তার পাশে থাকা একটি বড় কড়াই গাছ শুকিয়ে মৃত্যুকুপ হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্যা বলেন, মরা গাছগুলোর ব্যাপারে আমরা সরকারের অনুমোদন নিয়ে টেন্ডারের মাধ্যমে খুব দ্রুতই বিক্রির ব্যবস্থা গ্রহন করবো।

(ডিবি/এএস/মে ১৩, ২০১৭)