মে‌হেরপুর প্র‌তি‌নি‌ধি : মে‌হেরপুরপুর প্রেস ক্লা‌বের নব‌নির্বা‌চিত ক‌মি‌টির শপথ গ্রহণ অনু‌ষ্ঠিত। শ‌নিবার মে‌হেরপুর ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে শপথ গ্রহণ অনু‌ষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন মে‌হেরপুর জেলা প্রসাশক প‌রিমল সিংহ। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন মে‌হেরপুর পু‌লিশসুপার আ‌নিছুর রহমান, পল্লী‌বিদুৎ মহাব্যবস্থাপক রেজাউল ক‌রিম। শপথ অনুষ্ঠ‌ানে স্বাগ‌তিক বক্তব্য রা‌খেন প্রেসক্লা‌বের উপ‌দেষ্টা কামরুজ্জামান, অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন প্রেসক্লা‌বের প্রধান উপ‌দেষ্টা সি‌নিয়র সাংবা‌দিক তু‌হিন আরন্য। বক্তব্য রা‌খেন প্রধান র্নিবাচন ক‌মিশনার প্রভাষক নুরুল আহ‌মেদ বো‌র্ডের সদস্য অধ্যক্ষ একরামুল আ‌জিম।

শপথ বাক্য পাঠ করান উপস‌চিব স্থানীয় সরকার উপপ‌রিচালক খায়রুল হাসান, শপথ বাক্য গ্রহন ক‌রেন নবক‌মি‌টির সভাপ‌তি আলা‌মিন হোসেন, সাধারণ সম্পাদক র‌ফিকুল আলম, সহসভাপ‌তি আবু লা‌য়েচ লাভলু, যুগ্ম সম্পাদক মহা‌সিন আলী, কোষাধ্যাক্ষ আলমামুন লাকী, সাংগঠ‌নিক সম্পাদক আ‌নিছুজ্জামান মেন্টু, সদস্য ফারুখ ম‌ল্লিক, দিলরুবা, আবু না‌সের চৌধুরী, মুজা‌হিদ মুন্না।

(এমআইএম/এএস/মে ১৩, ২০১৭)