নাগরপুর ( টাংগাইল) প্রতিনিধি : টাংগাইলের নাগরপুরে বিশ্ব মা দিবস-২০১৭ পালিত হয়েছে।মানবতায় নাগরপুর নামে একটি সামাজিক সংগঠন এ দিবসটি পালন করে।

দিবসটি উপলক্ষে সংগঠনের সদস্যরা উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৩০০ মা কে গোলাপ ফুল ও উপহার কার্ড দিয়ে বরণ করে নেন।

নাগরপুরের সামাজিক সংগঠনটির এ রকম ব্যতিক্রমি আয়োজন দেখে উপস্থিত মায়েরা অভিভূত হন। অনেকেই মায়েদের এভাবে ভালোবাসা জানানোয় আবেগ আপ্লুত হয়ে কেদে ফেলেন। প্রথমবার এ ধরনের উদ্দ্যোগ গ্রহন করায় সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানান উপস্থিত সকল মায়েরা।

সংগঠনের হিন্দুধর্ম বিষয়ক সম্পাদক গোপাল সরকার জানান, মানবতায় নাগরপুর একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, এর উদ্দেশ্যই হলো সমাজের ভালো কিছু করা। তিনি ভালো কাজে সংগঠনকে সহযোগীতার আহ্বান জানান।

(আরএসআর/এসপি/মে ১৪, ২০১৭)