খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর গ্লাক্সো মোড় এলাকায় ৬ষ্ঠ শ্রেণির ছাত্রের হাতুড়ির আঘাতে ৫ম শ্রেণির আরেক ছাত্র নিহত হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে সোমবার ভোরে গোপালগঞ্জ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনার ঘটনার জন্য দায়ী আদনানকে পুলিশ গ্রেফতার করেছে।

খুলনা সদর থানার এসআই দেবব্রত হরি জানান, খুলনার রূপসা এলাকার ইউসেফ স্কুলের ছাত্র হাসান ও আদনান গত ১৪ মে দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আদনান গ্লাক্সো মোড় এলাকার একটি ওয়ার্কশপ থেকে হাতুড়ি নিয়ে হাসানের মাথায় আঘাত করে। এতে হাসান ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।

এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় আজ ভোরে চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। পথিমধ্যে তার অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে গোপালগঞ্জ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসআই দেবব্রত হরি আরও জানান, আজ সোমবার দুপুরে আদনানকে গ্রেফতার করে থানায় নেয়া হয়েছে। নিহত হাসান নগরীর গগণবাবু রোড এলাকার মৃত অহিদুল শেখের ছেলে। আর আদনান নগরীর ট্যাংক রোডের বাসিন্দা। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

(ওএস/এসপি/মে ১৫, ২০১৭)