আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট পোরোশেঙ্কোর সাময়িক যুদ্ধবিরতিতে সমর্থন জানিয়েছেন। শান্তি পরিকল্পনাকে প্রাথমিক উদ্যোগ হিসেবে অভিহিত করেছিলেন পোরোশেঙ্কো।

ক্রেমলিন থেকে প্রকাশিত শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে পুতিন এ সমর্থনের কথা জানান।

তবে পুতিন বলেন, শান্তি পরিকল্পনাকে বাস্তবায়নে কিয়েভকে অবশ্যই রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে হবে।

প্রসঙ্গত, বিদ্রোহীদের অস্ত্র ত্যাগের সুযোগ দিতে শুক্রবার সাতদিনের যুদ্ধবিরতির ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো।

অপরদিকে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে সরকারী বাহিনীর মধ্যে সহিংসতা অব্যাহত রয়েছে।

(ওএস/এইচআর/জুন ২২, ২০১৪)