আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হলেন এডওয়ার্ড ফিলিপ ৪৬ বছর বয়সী ফিলিপ মধ্য ডানপন্থী রিপাবলিকান দলের সদস্য। তাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তার প্রধান কাজ ছিল দেশের জন্য একজন যোগ্য প্রধানমন্ত্রী নির্বাচন করা।

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরম্যান্ডি এলাকার বন্দর শহর লে হাভরের মেয়র ছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবার মধ্যে এগিয়ে ছিলেন এডওয়ার্ড। তিনি রিপাবলিকান দল থেকে মনোনয়নে এগিয়ে থাকা আলাইন ইয়ুপ্পের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

আগামি মাসে পার্লামেন্ট নির্বাচনে ভালো করার জন্য ডানপন্থি এবং বামপন্থি দলের সদস্যদের নিয়ে পরিকল্পিত অর্থনৈতিক সংস্কার গ্রহণ করতে চান ম্যাক্রোঁ। মধ্য ডানপন্থী রিপাবলিকান দলের সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করায় ডানপন্থিদের সমর্থন পাওয়া তার জন্য আরো সহজ হয়ে যাবে।

(ওএস/এএস/মে ১৬,২০১৭)