আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের রাজধানী সানাতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানীতে মহামারি আকারে কলেরার প্রকোপ দেখা দেখার পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এ রোগের মোকাবেলা করতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সহায়তাও চেয়েছে ইয়েমেন।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি বলেছে, গত মাসের ২৭ তারিখে থেকে চলতি মাসের ১৩ তারিখের মধ্যে দেশটিতে কলেরায় অন্তত ১১৫ ব্যক্তি মারা গেছে। এ ছাড়া, আট হাজারের বেশি কলেরায় আক্রান্ত হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু বলেছে, দেশটির মধ্যে সানায়ই কলেরা সবচেয়ে মারাত্মক ভাবে দেখা দিয়েছে। গত সপ্তাহে সানার ১০ এলাকা থেকে দুই হাজারের বেশি সন্দেহভাজন কলেরায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

দৈনিক গড়ে চার থেকে পাঁচশ রোগী দেশটির হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মুখপাত্র। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, কলেরার প্রকোপ দেখা দেয়ায় স্বাস্থ্য পরিস্থিতি তাদের সক্ষমতার বাইরে চলে গেছে।

বিশ্বের ভয়াবহ মানবিক জরুরি অবস্থা কবলিত দেশগুলোর অন্যতম হিসেবে ইয়েমেনকে গণ্য করছে ‘হু।

(ওএস/এসপি/মে ১৬, ২০১৭)