ঢাবি প্রতিনিধি : সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের প্রার্থিতা নিয়ে বিভক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ শিক্ষকদের নীল দলের মাকসুদ কামালপন্থী প্যানেলকে অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচন কমিশনার অধ্যাপক কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন আজ (মঙ্গলবার) ৬৯ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এ সময় বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের ৩৫ প্রার্থী ও নীল দলের (ভিসিপন্থী) ৩৪ জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৩৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে এখন ৬৯ জন নির্বাচনে অংশ নিতে পারবেন। তাদের মধ্যে সাদা দলের ৩৫ জন এবং নীল দলের ৩৪ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাদ পড়া ৩৫ জনই শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালপন্থী। তবে এ বিষয়ে মাকসুদ কামলাপন্থী কেউ কথা বলেননি।

নীল দলের দুটি পক্ষের একটি হচ্ছে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকপন্থী। অন্যটি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালপন্থী।

(ওএস/এসপি/মে ১৬, ২০১৭)