টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪১তম দিবস উদযাপিত হয়েছে। মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সন্তোষে দরবার হলে দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা বুলবুল খান মাহবুব, হামিদুল হক মোহন, ব্রেকিং নিউজ বিডি.কম এর সম্পাদক মো. মাইনুল ইসলাম, সৈয়দ ইরফানুল বারী, ড. আজাদ খান। বক্তব্য রাখেন, মওলানা ভাসানী কলেজের অধ্যক্ষ ইউসুব আলী, সন্তোষ ইবি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। বক্তারা মনে করেন, ফারাক্কার প্রভাবে উত্তরবঙ্গ ক্রমেই মরুভুমির আকার ধারণ করছে। দেশের বড় বড় নদীতে পানি শুন্যতার কারণে নদীগুলো মরে গিয়ে খালে পরিনত হয়েছে। এভাবে চলতে থাকলে উত্তরবঙ্গসহ রাজশাহী অঞ্চল মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

(আরকেপি/এএস/মে ১৭, ২০১৭)