শেরপুর প্রতিনিধি : শেরপুরে ‘ফসল উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ ২২ জুন রবিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক।

উদ্বোধনী বক্তব্যে হুইপ আতিউর রহমান আতিক বলেন, কৃষির উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বর্তমান সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা করে যাচ্ছে। কৃষির উৎপাদন বৃদ্ধিতে কৃষি উপকরনের দাম কমানো হয়েছে। নিত্যনতুন কৃষি প্রযুক্তি আবিষ্কার এবং তা মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, সারের দাম কমানো, কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনা বিতরন এবং কৃষিতে আধুনক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যেই আমরা খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হায়দার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এসময় বক্তব্য রাখেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ খসরু মিয়া ও খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ।

এ কর্মশালার দুই পর্বে বিভক্ত কারিগরি পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং বীজ প্রত্যয়ন এজেন্সী (এসএসএ) উদ্ভাবিত বিভিন্ন ফসলের আধুনিক জাত, উৎপাদন প্রযুক্তি ও অঞ্চলভিত্তিক উপযোগিতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় অংশগ্রহণকারীদের বিভিন্ন ফসলের বীজের মান নিয়ন্ত্রণ, মাটির স্বাস্থ্য সুরক্ষা ও সুষম সার ব্যবহার, ধান সহ বিভিন্ন ফসলের আধুনিক ও অঞ্চল ভিত্তিক প্রযুক্তির ব্যবহার, বছরব্যাপী ফল চাষ এবং ডাল-তেল ও মশলা জাতীয় ফসলের আধুনিক জাত ও চাষাবাদ কৌশল সম্পকে ধারণা দেওয়া হয়।

এ প্রশিক্ষণ কর্মশালায় শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্থা থেকে শুরু করে উপ-পরিচালক পর্যন্ত সকল পর্যায়ের ১৮০ জন কর্মকর্তা এবং প্রতি উপজেলা থেকে ২ জন করে কৃষক অংশগ্রহণ করেন।
(এইচবি/এএস/জুন ২২, ২০১৪)