নিউজ ডেস্ক : চলতি বছরের এপ্রিল মাস গত ১৩৭ বছরের সব এপ্রিল মাসের তুলনায় দ্বিতীয় উষ্ণতম মাস।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

আর সর্বোচ্চ উষ্ণ এপ্রিল মাসের রেকর্ডও দূর অতীত নয়। তাপমাত্রার রেকর্ড রাখার ইতিহাসে ২০১৬ সালের এপ্রিলই ছিল সবচেয়ে বেশি উষ্ণ।

১৯৫১-১৯৮০ সালের এপ্রিল মাসগুলোর রেকর্ডের তুলনায় ২০১৭ সালের এপ্রিল মাসের তাপমাত্রা ছিল শূন্য দশমিক ৮৮ ডিগ্রি সেলাসিয়াস বেশি। একই তুলনায় ২০১৬ সালের এপ্রিলের তামপাত্রা ১ দশমিক শূন্য ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছরের এপ্রিলে তাপমাত্রা শূন্য ১৮ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

চলতি বছরের এপ্রিল মাসের তাপমাত্রা তৃতীয় উষ্ণতম এপ্রিল মাসের চেয়ে সামান্য বেশি। ২০১০ সালের এপ্রিল মাস এ পর্যন্ত রেকর্ডকৃত সব এপ্রিলের মধ্যে তৃতীয় সর্বোচ্চ উষ্ণ। ওই বছরের এপ্রিলের তাপমাত্রা ছিল শূন্য দশমিক ৮৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

নাসার গোডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজ (জিআইএসএস) প্রতি মাসের তুলনামূলক তাপমাত্রা বিশ্লেষণ করে রেকর্ড হিসাব করে। বিশ্বের বিভিন্ন দেশের ৬ হাজার ৩০০ আবহাওয়া অফিস, সমুদ্রযান ও অ্যানটার্কটিকার গবেষণা কেন্দ্রগুলো থেকে পাওয়া তাপমাত্রার হিসাব নিয়ে বিশ্লেষণ করে রেকর্ড প্রকাশ করে জিআইএসএস।

তাপমাত্রার রেকর্ড সংরক্ষণের আধুনিক পদ্ধতি শুরু হয় ১৮৮০-এর দশকে। এর আগে পৃথিবীর সব অঞ্চলের তাপমাত্রার রেকর্ড নেওয়া সম্ভব হতো না। যে কারণে তাপমাত্রার হেরফেরের হিসাবে প্রাচীনকাল গণনায় রাখা হয় না।

(ওএস/এএস/মে ১৭, ২০১৭)