শেরপুর প্রতিনিধি : শেরপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি’র অভিষেক ২১ জুন শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। শেরপুর পৌর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত এ অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। অভিষেকে প্রধান আলোচক ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি প্রবীন সাংবাদিক ও স্থানীয় সাপ্তাহিক চলতি খবরের সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক তাঁর বক্তব্যে শেরপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য নগদ এক লাখ টাকা অনুদান ঘোষণা করেন। তিনি প্রেসক্লাব ভবন সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে আরো অনুদান বরাদ্দের আশ্বাস দেন। এসময় তিঁনি উপস্থিত সাংবাদিকদের নিকট বস্তুনিষ্ঠ ভাবে সংবাদ পরিবেশন এবং শেরপুরের উন্নয়নমূলক সংবাদ প্রকাশের আহ্বান জানান।

প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি’র মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হানিফ উদ্দিন, পৌরসভার মেয়র হুমায়ন কবীর রুমান। অন্যান্যের মধ্যে পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি মোছাদ্দেক ফেরদৌসী, জেলা বাস-কোচ মালিক সমিতি’র সভাপতি ছানোয়ার হোসেন ছানু, পৌরসভার সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, নির্বাচন পরিচালনা কমিটি’র সদস্য প্রথম আলো প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএন নিউজের ব্যুরো প্রতিনিধি মনিরুল ইসলাম লিটন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি সাবিহা জামান শাপলা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন। গত ৩১ মে শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
(এইচবি/এএস/জুন ২২, ২০১৪)