ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের ধানবাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ১টি বাড়ি ও ৫টি স্পটে অভিযান শুরুর দুই ঘণ্টা পরই সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এর আগে বুধবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে অভিযান শুরু হয়। শেষ হয় ১০টা ৫০ মিনিটে।

বেলা ১১টায় র্যাবের মিডিয়া উইং মুফতি মাহুমদ খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল মঙ্গলবার থেকে ওইসব আস্তানার আশপাশের দুইশ গজ এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে।

গতকালের (মঙ্গলবার) অভিযানে জঙ্গি আস্তানা ও বিভিন্ন স্পট থেকে সেলিম ও প্রান্ত নামে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। ওই অভিযান সেখান থেকে ১৮৬টি পিবিসি সার্কিট বোর্ড, নিওজেল ১৮টি, রাসায়নিক দ্রব্য ৪ ড্রাম, ১টি এন্টি মাইন ও ২টি সুইসাইডাল ভেস্ট উদ্ধার কার হয়।

মঙ্গলবার দুপুরে সার্বিক বিষয় নিয়ে র‌্যাব-৬ এর অধিনায়ক (সিও) খন্দকার রফিকুল ইসলাম প্রেসব্রিফিং এ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল প্রান্ত (১৭) ও সেলিম (৩৫) নামের দুই নব্য জেএমবি’র সদস্যকে গ্রেফতার করে। আজ সকালে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট আবারও এ অভিযান শুরু করে।

এদিকে গতকাল রাত থেকে সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে প্রান্ত ও সেলিমের দুইটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব।

(ওএস/এসপি/মে ১৭, ২০১৭)