মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী  মোঃ রফিকুল ইসলাম আকন্দ।

জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ্য ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম আকন্দ (ধানের শীষ) ২৬ হাজার ৬শ১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আব্দুল কদ্দুছ (নৌকা প্রতীকে) ২৩ হাজার ৩শ ৮৮ ভোট পেয়েছেন। অবৈধ ভোটের সংখ্যা ৪শ ৪০ ভোট। উপজেলার পৌরসভাসহ ৮টি ইউনিয়নে ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ভোটার ১লাখ ৭ হাজার ৩শ ৫৭ জন ভোটারের মধ্যে ৫০ হাজার ৪৩৯ জন ভোটার ভোট প্রদান করেন। অকাল বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কাজের সন্ধানে অধিকাংশ লোক এলাকার বাহিরে চলে যাওয়ায় ভোটারদের উপস্থিতি ছিল কম। উলেøখ্য মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ হারেছের মৃত্যুতে এ আসটি শূন্য হয়।

(এএমএ/এসপি/মে ১৭, ২০১৭)