টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে জেলা আওয়ামীলী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের প্রমুখ।

(এমএনআই/এএস/মে ১৭, ২০১৭)