স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় বাগেরহাটের খান মোহাম্মাদ আকরাম হোসেনকে (৬০) ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার তাকে আদালতে হাজির করা হলে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

গ্রেফতারকৃত আকরাম হোসেনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, বাজার লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে শুক্রবার রাজশাহীর পবা উপজেলার ভূমি অফিস সংলগ্ন এলাকার এক আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় পাঠিয়ে দেয় রাজশাহী পুলিশ। এরপর শাহবাগ থানা তাকে গ্রহণ করে কারাগারে রাখে।

সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

(ওএস/এটিআর/জুন ২২, ২০১৪)