বিনোদন ডেস্ক, ঢাকা : ‘এক ভিলেইন’ সিনেমার শুটিংয়ে ফিল্ম সিটিতে বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন ‘আশিকি টু’-খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

মুম্বাই মিরর এক প্রতিবেদনে জানায়, শ্রদ্ধা সিনেমাটির খাতিরে বাইক চালানো শিখছিলেন। আর সিনেমার শুটিংয়ে একটি দৃশ্যে চালানোর সময় বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনায় পড়েন শ্রদ্ধা।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বাইকে প্রতিযোগিতা করছেন শ্রদ্ধা, এমন একটি দৃশ্যের শুটিংয়ের সময় ঘটে ওই দুর্ঘটনা। শ্রদ্ধা বাইকের গতি বাড়াতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আর বাইক পিছলে যায়। আর তখনই রাস্তায় পড়ে যায় ওই অভিনেত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিনেমাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দৃশ্যের শুটিং চলছিল তখন। শ্রদ্ধা সবেমাত্র বাইক চালানো শিখেছেন আর তা নিয়ে তিনি দারুণ আত্মবিশ্বাসী ছিলেন। দৃশ্যটিতে সিদ্ধার্থকে পাশ কাটিয়ে যেতে হত শ্রদ্ধাকে। তবে শ্রদ্ধা একটু বেশিই গতি বাড়িয়ে দিয়েছিলেন। আর তখনই বাইকটি পিছলে যায়।

দৃশ্যটির শুটিংয়ের সময় হেলমেট পরেছিলেন শ্রদ্ধা। আর তাই পড়ে গেলেও মাথায় আঘাত পাননি তিনি।

শ্রদ্ধার মুখপাত্র বলেন, দুর্ঘটনার পর প্রায় ১ ঘন্টা শুটিং বন্ধ রাখা হয়। শ্রদ্ধা নিজেকে কিছুটা সামলে নেওয়ার পর, পরিচালক মোহিত সুরি দৃশ্যটির শুটিং শেষ করেন।

(ওএস/এপ্রিল ১০, ২০১৪)