নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাল্য বিবাহ রোধ,মাদক,সন্ত্রাস ও জঙ্গি নির্মূলের লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র,ছাত্রী,শিক্ষক সূধী সমন্বয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটী মার্চেন্টস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,নীলফামারী-১ ডোমার ও ডিমলা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাকেরিনা বেগম,ওসি মোকছেদ আলী,ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান একরামুল হক,কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুলহক প্রামানিক দিপু ভোগডাবুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান বকুল,চিলাহাটী বিজিবি কোম্পানী কমান্ডার নজরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান মুরাদ প্রামানিক প্রমূখ।

সেমিনার শেষে স্থানীয় প্রয়াস মেধা বিকাশ কেন্দ্রের উদ্যোগে ২৬ জন এসএসসি কৃতি শিক্ষার্থীকে ক্রেষ্ট এবং এমপির তহবিল হতে প্রত্যেককে এক হাজার টাকার প্রাইজ মানি দেয়া হয়।

(এমআইএস/এসপি/মে ১৮, ২০১৭)