নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে কৃতি শিক্ষার্থী ও তার গর্ভধারিনী মায়েদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপজেলার লাড়ুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ ইলাহী ২০১৬ সালে সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮জন কৃতি শিক্ষার্থী ও তাদের মায়েদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জিল্লুর রহমান রাশেদ, মোকনা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান কোকা প্রমুখ।

লাড়–গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান কোকা বলেন, ২০১৬ সালে এ বিদ্যালয় থেকে ৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করে। মূলতঃ আগামিতে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্যই আজকের এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ ইলাহী অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে জরিপননেসা উচ্চ বিদ্যালয় ও পংবাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে ৫ জন শিক্ষার্থীকে উপহার প্রদান এবং একজন ছাত্রকে স্কুল ড্রেস বানিয়ে দেয়ার জন্য চেয়ারম্যানকে নির্দেশ দেন।

(আরকেএসআর/এএস/মে ১৮, ২০১৭)