মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, মানবসেবায় দানবীর রণদা প্রসাদ সাহা যে অবদান রেখে গেছেন তার উদাহরণ পৃথিবীতে দুই একজন।

বৃহস্পতিবার মির্জাপুর কুমুদিনী হাসপাতাল পরিদর্শনে এসে রাত সাড়ে ৮টায় প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি হলে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ভারতেশ্বরী হোমস, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, পৃথিবীতে সকল কিছুই মানুষের পক্ষে জয় করা সম্ভব। শুধু ইচ্ছা শক্তি থাকতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি। পরে বিচারপতি ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের ছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

প্রধান বিচারপতি সন্ধ্যা সাড়ে ৬টায় কুমুদিনী কমপ্লেক্স লাইব্রেরিতে পৌঁছালে সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, ভারতেশ্বরী হোমসের ছাত্রী ও কুমুদিনী হাসপাতালের নার্সরা তাকে স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন পরিচালক (শিক্ষা) প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দি, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা হালদার ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন।

কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে বিচারপতি কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেন।

(ওএস/এসপি/মে ১৯, ২০১৭)