ফুলে ফলে গ্রীষ্মকাল

হিমচাঁপা জারুল জিনিয়া নাগবল্লী
গ্রীষ্মকাল পুরোটাই ঘিরে রাখে পল্লী।

আমলকি পাতিলেবু জামরুলের রসে
আতা আম আনারস কাঠাল ওঠে
ভেসে ।

নাগেশ্বর ডুলিচাপা সঙ্গে রাঁধাচূড়া
প্রকৃতিতে ছড়িয়ে থাকে হাজারো
কৃষ্ণচূড়া ।

কদবেল লিচু পেয়ারা আতা
গাছে গাছে ঝুলে থাকে
ভেদ করে পাতা ।

কুরচি উদয়পদ্ম হিজল কাঠগোলাপ
প্রতি রাতে বেলি করে প্রকৃতির
সাথে আলাপ ।