মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ‘খান ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ও সেখানকার ভূয়া প্যাথলজিস্ট আলী আকবর খান (২৮) নামের এক প্রতারককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মস্তফাপুরের বড় ব্রিজ নামক স্থানে মাদারীপুরের জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান অভিযান চালিয়ে এই কারাদণ্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আলী আকবর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক গ্রামের খুলু খানের ছেলে।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে হাতে-নাতে আটক করা হয়। ঐ স্থানে রোগীদের সাথে বেশ কিছুদিন ধরেই প্রতারণা করে আসছিল।
মাদারীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত আলী আকবর খান মিথ্যা ও ভূয়া সার্টিফিকেট দিয়ে নিজেকে প্যাথলজিস্ট হিসেবে দাবি করে এবং অবৈধ ডায়াগনস্টিক সেন্টার দিয়ে সেবার নামে প্রতারণা করে আসছিল। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
(এএসএ/এএস/এপ্রিল ১০, ২০১৪)