স্টাফ রিপোর্টার : রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী আফিয়া জাহিন চৈতীর (২০) মৃত্যুতে চিকিৎসকের কোনো ভুল ছিল না বলে মন্তব্য করেছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এ বি এম আবদুল্লাহ। রোগীর মৃত্যু কোনো চিকিৎসকের কাছেই কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, ঢাবি ছাত্রীর মৃত্যু চিকিৎসকের অবহেলায় নয়, এক ধরনের মারাত্মক ক্যান্সারে হয়েছে।

তিনি আরো বলেন, আফিয়া জাহিন চৈতীকে ভর্তির পর রক্ত পরীক্ষায় ক্যান্সার ধরা পড়ে। রোগ শনাক্ত হওয়ার পর পরই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। সেন্ট্রাল হাসপাতালে তার চিকিৎসাইতো ভালোভাবে শুরু করা সম্ভব হয়নি। সুতরাং ভুল চিকিৎসার প্রশ্নই ওঠে না।

হাসপাতালে ভাঙচুর ও পরিচালকসহ অন্যান্যদের মারধরকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ওই ঘটনায় শত শত রোগীর চিকিৎসায় ব্যঘাত ঘটে।

এদিকে এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ মামলায় সেন্ট্রাল হাসপাতালের পরিচালক ডা. এম এ কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।

(ওএস/এসপি/মে ১৯, ২০১৭)