গোপালগঞ্জ প্রতিনিধি : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শতভাব স্বচ্ছতা নিয়ে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করব। যথাসময়ে কাজ শেষ করে রাজনৈতিক উচিত জবাব দেওয়া হবে। রিভাভ ফান্ড থেকে টাকা এনে পদ্মা সেতুতে বিনিয়োগ করা হবে।

রবিবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় যাওয়ার সময় মাওয়া ফেরিঘাটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

(ওএস/এটিআর/জুন ২২, ২০১৪)