বান্দরবান প্রতিনিধি : দেশব্যাপী চিকিৎসা প্রতিষ্ঠান ও চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে বান্দরবানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকরা মানববন্ধন কর্মসুচী পালন করেছে। রবিবার দুপুর ১২ টায় চিকিৎসকরা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচী পালন করে। মানববন্ধনের পাশাপাশি চিকিৎসকরা কালো ব্যাজ ধারন করে প্রতিবাদ জানায় তারা। পরে সমাবেশে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. উদয় শংকর চাকমা, ডেপুটি সিভিল সার্জন ডা. অংশৈ প্রু, পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা. অংছালু প্রমুখ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানে ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। এতে করে দায়িত্ব পালন করতে গিয়ে নানা সমস্যায় পরছেন চিকিৎসকরা। অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে অইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়ার দাবি জানান চিকিৎসক নেতৃবৃন্দ।

(এমএনইউ/এএস/মে ২১, ২০১৭)