আর্ন্তজাতিক ডেস্ক : মেক্সিকোর  দক্ষিণে গুয়াতেমালা সীমান্তের কাছে পার্বত্য এলাকায় একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে খাদে পড়ে গিয়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৩০ জন আহত হয়েছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে চিয়াপাস রাজ্যের জরুরি বিভাগ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের তীরবর্তী একটি ধর্মীয় আবাস থেকে লোকজনকে ফিরিয়ে আনার সময় মোটোজিন্তলা শহরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশের ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। যাত্রীদের অধিকাংশ নিকটবর্তী পৌরসভা লা ট্রিনিটারিয়ার বাসিন্দা ছিলেন।

ঘটনাস্থলে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, বাসটির ১২ জন যাত্রী নিহত হয়েছে। এছাড়া আরো ৩০ জন আহত হয়েছে।

দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তাৎক্ষণিকভাবে সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

(ওএস/এএস/মে ২২, ২০১৭)