স্টাফ রিপোর্টার : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ শতাংশ প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

বিদ্যমান শূন্য পদে সহকারী শিক্ষকগণ থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে প্রথামিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, প্রশাসনিক ও সার্বিক ব্যাবস্থায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(ওএস/এএস/মে ২৩, ২০১৭)