রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : আর মাত্র কয়েক দিন বাকি। আগামী রবি ও সোমবার উদযাপিত হবে বাংলা বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব। এ উপলক্ষে চলছে শেষ মুর্হুতের প্রস্তুতি। বর্ষবিদায় ও বর্ষবরণকে কেন্দ্র করে সকল শ্রেণী পেশা ও বয়সের মানুষ বিশেষ করে তরুণ তরুণীদের মনে লেগেছে উৎসবের হাওয়া। পৌর শহর ও চারপাশে বিভিন্ন চলছে সাজ সাজ রব। সর্বত্র দেখা যাচ্ছে তারুণ্যের উচ্ছ্বাস। শপিংমল গুলোতে চলছে কেনাকাটার হিড়িক।

অন্যদিকে বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠানের চলছে রিহার্সেল। অনুষ্ঠানের প্রশাসনের পাশাপাশি প্রস্তুতি নিচ্ছে সংস্কৃতিকর্মীরাও। এদিকে পহেলা বৈশাখ ১৪২১ কে বরণ উপলক্ষে ৯ এপ্রিল দুপুরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বর্ষবরণ উপলক্ষে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন খেলাঘর, সাংষ্কৃতিক সংগঠনের কর্মীরা নাচে-গানে আড্ডায় মাতিয়ে তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে।

এছাড়া সাধারণ মানুষের ঘরে ঘরেও ইতোমধ্যে সাজ সাজ রব পড়েছে। সন্ধ্যার পর নগরীর সবকটি বিলাসবহুল মার্কেট ও দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কেউ কিনছে কাপড়, কেউ ঘর সাজানোর জিনিস। আবার কেউ উৎসব উপলক্ষে আগত অতিথিদের আপ্যায়নের জন্য খাদ্যপণ্যসহ বিভিন্ন জিনিসপত্র কিনছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম জানান, বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় বাঙ্গালীর চিরাচারিত অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, বাংলা নববর্ষ উদযাপনে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি, আনসার ও সাদা পোশাকের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবে।

(পিকেআর/এএস/এপ্রিল ১০, ২০১৪)