বিনোদন ডেস্ক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে কবির গান ও জীবনের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ধূমকেতু’। সারওয়ার রেজা জিমির চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন।

কাজী নজরুলের বিদ্রোহ-প্রেম অবলম্বনে এই নাটকটি নির্মিত হয়েছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আফরান নিশো, তানভিন সুইটি, এ কে আজাদ সেতু, নিশা প্রমুখ।

পরিচালক তুহিন হোসেন এই নাটক প্রসঙ্গে বলেন, ‘কাজী নজরুল ইসলামকে নিয়ে ভালো কিছু করার ইচ্ছে অনেক দিন থেকেই। তাই তাকে নিয়ে এই নাটকটি নির্মাণ করেছি। আশা করছি জাতীয় কবিকে নিয়ে এই কাজ সবার কাছে ভালো লাগবে।’

আফরান নিশো বলেন, ‘এ নাটকে আমি একটি ব্যান্ডের ভোকালিস্ট। নতুনভাবে কাজী নজরুল ইসলামের গানগুলো গাই। চরিত্রটির মধ্যে একটি বিপ্লবী সত্তা আছে। ভালো লেগেছে কাজটি করে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এনটিভিতে রাত ৯টা ১০ মিনিটে ‘ধূমকেতু’ নাটকটি প্রচারিত হবে।

(ওএস/এএস/মে ২৫, ২০১৭)